রূপসি বাংলা আমার

Author

কালেরতরী

৩ ডিসেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৫:১৪

রূপসি বাংলা আমার

            -হোসনেয়ারা বেগম


হে প্রিয় রূপসি বাংলা আমার, 

আমি দেখেছি তোমায় ঘাস ফড়িং এর খেলায়

আমি দেখছি তোমায় সাদা মেঘের ভেলায়,

আমি দেখেছি তোমায় গ্রাম্য পুকুরে

দূরন্ত কিশোরীর অবাধ সাতার কাটায়। 


হে প্রিয় রূপসি বাংলা আমার, 

আমি দেখছি তোমায় কুমার পাড়ার 

মাটির শৈল্পিক কারুকাজে সজ্জিত 

আসবাব পত্রের মেলায়,

আমি দেখেছি তোমায় পদ্মা পাড়ের 

ডানপিটে শিশুদের দুঃসাহসী দুরন্তপনায়। 


হে প্রিয় রূপসি বাংলা আমার,

আমি দেখছি তোমায় বিলের গাঙচিলের 

 ছোঁ মেরে মাছ নেয়ার নৈপুণ্যেতায়,

আমি দেখেছি তোমায় অতিথি পাখিদের 

কলকাকলিত মুখরিত বিশাল বৃক্ষ ডালায়,

আমি দেখেছি তোমায় বদ্ধ পুকুরে 

শুভ্রবসনা রাজহংসের জলকেলির খেলায়। 


হে প্রিয় রূপসি বাংলা আমার,

 দেখেছি তোমায় গ্রাম্য কৃষকের লাঙল ফলায়

আমি দেখেছি তোমায় গায়ের মেঠোপথে 

কৃষক ছেলের  বাশির সুরের মূর্ছনায়। 

 দেখেছি তোমায় গাঁয়ের বঁধুর কলসি কাখে

নাকে নোলক আর আলতা রাঙা পাঁয়ে 

 ঘাটে জল আনতে যাওয়ায়।


হে প্রিয় রূপসি বাংলা আমার,

তুমি আমার ভালোবাসার বসুন্ধরা

শীর্ণকুঠির বা রাজপ্রাসাদ যেখানেই হোক 

তোমার এঁটো মাটির গন্ধ মাখা ঘ্রাণ

আকুল করে আমার প্রাণ,

তোমার রুপ-রস-গন্ধ  মাতাল শমীরণ

হ্নদয়ে আমার জাগায় শিহরণ,

তুমি আমার জীবনমরণ

 নিঃশ্বাস নেওয়া দক্ষিণের বাতায়ন।

আর্কাইভ