রূপে ভরা বাংলা

Author

কালেরতরী

২ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ০৯:২৯

রূপে ভরা বাংলা 

হোসনেয়ারা বেগম আমি বৈশাখী ঝড়ে 

ক্ষত বিক্ষত হয়ে হয়ে 

ডানা ঝাপটিয়ে উদ্দাম বেগে 

উঠে দাড়িয়েছি,

 ঝড়ে নুয়ে পড়া 

পাতা পল্লব ছাঁড়া গাছের ন্যায়।

 

আমি জৈষ্ঠ্যের আগুন ঝড়া 

সূর্যের কাছে দাবি তুলেছি 

ওর তপ্ত আগুনের প্রখরতায় 

আমাকে যেন না পোড়ায়।

 

আমি থাকবো গাছের 

শীতল হওয়ায়, 

আমি  আষাঢ় শ্রাবণের কাছে 

একটু সময় চেয়েছি 

ওদের প্লাবন যেন আমায় 

ভাসিয়ে নিয়ে না যায়, 

আমি ভেসে যাব পাহাড়ি ঝর্ণায়।

 

ভাদ্র আশ্বিনে

আমাকে একটু বেড়াতে দিও 

শুভ্রনির্মল সাদা মেঘের ভেলায়,

বা খেলতে দিও লুকোচুরি 

কাশফুলের ফাঁকে ফাঁকে। 

 

কার্তিক অগ্রহায়ণে

একটু বেড়াতে চাই 

সোনালী ফসলের মাঠে,

অবাধ সাতার কাটতে চাই 

জোয়ারে ভরা পুকুরের ঘাটে, 

বলুক সবাই দস্যি মেয়ে বটে। 


পৌষ মাঘে 

আমি ভোরের শিশির ভেঁজা 

শিউলি ফুল কুড়াতে চাই 

কৃষাণীর হাতে নবান্নের পিঠে পুলি 

পায়েস খেতে চাই,

 আনন্দ চিত্তে


আমি চৈত্র মাসে

জোসনাস্নাত রাতে, 

উঠোনে বসে দাদিমার 

রুপ কথার গল্প শুনতে চাই, 

চাঁদের বুড়ির চরকা কাঁটা দেখতে চাই।


আর্কাইভ