লাগামহীন দ্রব্যমূল্য

Author

কালেরতরী

১১ নভেম্বর , ২০২১ ( বৃহস্পতিবার ) ১১:৫৬

লাগামহীন দ্রব্যমূল্য

            -হোসনেয়ারা বেগম

 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি

ব্যবসায়ীদের বুঝি না মতি,

নিত্য বাজারে এলাহীকান্ড

ভাংছে মানুষের মেরুদন্ড,

সরকার বাহাদুরের নেই বিকার

মানুষ করছে হাহাকার।

 

সিন্ডিকেটের দৌরাত্মে বাজার হচ্ছে  লাগামহীন

 গোলক ধাঁধায় ঘুরছে মানুষ বুক করে চিনচিন,

চাল,ডাল,তেল,চিনি, আলু পটল কুমরা

কিনতে গেলে মানুষের পুড়ে যেন চামড়া।

 

উচ্চবিত্ত ড্যাম কেয়ার নিম্নবিত্ত হয় ফায়ার

মধ্যেবিত্ত ফেলে  দীর্ঘশ্বাস নেই যেন গতি আর,

ব্যবসায়ীরা সুযোগ বুঝে তৈরি করে সংকট

মন্ত্রীরা দিলে চাপ ডেকে বসে ধর্মঘট।

 

সাধারণ জনগণের বুঝতে নেই আর বাকি

এ যেন তাদের তরে শুভঙ্করের এক ফাঁকি।

সবচক্র এক হয়ে দেশ বানালো মগের মুল্লুক 

দেশের মালিক জনগণ হয়ে গেল উল্লুক,

 

মানুষের এই দুর্দশা কোনোভাবে যায় না মানা

অর্থকষ্ট,ক্ষুধার জ্বালা নিত্য দিনই দেয় হানা,

শিশুর কাঁদে মায়ের কোলে,পিতার বুকে আর্তনাদ

শ্রমিক ঘোরে পথে পথে,করে চাকরির ফরিয়াদ।


বাড়ছে বেকার,কমছে আয় চারদিকে হাহাকার

লেখা পড়ার পাঠ চুকিয়ে খুঁজছে শিশু নিজ আহার।

কবে হবে মোদের দেশে জনগণের সরকার

এ নিয়ে বিজ্ঞজনের নাই যেন কোন বিকার।

আর্কাইভ