শাসকগোষ্ঠী শহীদদের আত্মত্যাগ মনে রাখেনি: গণফোরাম

Author

কালেরতরী

১৬ ডিসেম্বর , ২০২১ ( বৃহস্পতিবার ) ১২:০৫

শাসকগোষ্ঠী শহীদদের আত্মত্যাগ মনে রাখে নি বলে অভিযোগ করেছে গণফোরাম (একাংশ)। দলটির একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘প্রতি বছর এই দিনে শ্রদ্ধা নিবেদন করতে আমার হৃদয় ও সর্বাঙ্গে এক শিহরণ খেলে যায়। আজ  যাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি, তারা এই দেশকে ভালোবেসে হাসি মুখে কীভাবে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে— তা আমি স্বচক্ষে দেখেছি। বিশেষ করে বর্তমানে রাতে জনগণের ভোট চুরি করে যারা ক্ষমতা দখল করেছে, এরা হয়তো ভুলেই গেছে গণতন্ত্রই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম কারণ।’ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্পণ শেষে মোস্তফা মোহসীন এসব কথা বলেন। এর আগে, তার নেতৃত্বে গণফোরামের নেতারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি শেষে দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘আজ  মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর আনন্দ উচ্ছ্বাস তখনই বিলীন হয়ে যায়, যখন মনে পড়ে এদেশের জনগণের ভোটাধিকার হরণ করে টুটি চেপে ধরে আছে শাসকগোষ্ঠী। এই অবস্থা থেকে জনগণকে সুখী সমৃদ্ধশালী এক নতুন বাংলাদেশ উপহার দেওয়াই গণফোরামের একমাত্র অঙ্গীকার।’

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার, আতাউর রহমান, আব্দুল হাছিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ।

আর্কাইভ