সাকরাইনে উৎসবে দুলছে পুরান ঢাকা
কালেরতরী
১৪ জানুয়ারী , ২০২২ ( শুক্রবার ) ১৩:০৭পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব সাকরাইনে ফানুস ও আতশবাজির মহা সমারোহ চলছে। পৌষ মাসের শেষ দিন পৌষসংক্রান্তির এই অনুষ্ঠান ঘিরে প্রতি বছরই এমন উৎসবে উত্তাল হয়ে পুরান ঢাকার অলিগলি। আজ শুক্রবার ঘুড়ি ওড়ানো, আতশবাজি ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করে পুরান ঢাকাবাসী। তবে এ বছর থার্টিফার্স্টে ফানুস পড়ে ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটায় সাকরাইন উৎসব নিয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ।
বৃহস্পতিবার এ বিষয়ে ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেছিলেন, ‘আমরা সাকরাইন উৎসবে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা করছি। তারা যাতে এমন উদযাপন না করে, সে জন্য পুরান ঢাকার বিভিন্ন কমিউনিটির নেতাদের সঙ্গেও কথা বলব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধ করা কঠিন। কমিউনিটি নেতাদের সঙ্গে কথা বলে এগুলো বন্ধের উদ্যোগ নিচ্ছি।’ কিন্তু বাস্তবে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, পুরান ঢাকার সব বাড়ির ছাদেই চলছে ব্যাপক আতশবাজী ও গানবাজনা। এতে শান্তিপ্রিয় মানুষের হয়েছে মহা মুশকিল, তারা চলাফেরা ও ইবাদত কর্মে মন দিতে পারছেন না। করোনার এই সময়ে অনেক রুগী আছে ঘরে ঘরে। তাদের ভীষণ অসুবিধা হচ্ছে। তবুও থেমে নেই সাকরাইনের উৎসব।