সাম্প্রদায়িক বিশৃঙ্খলার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত

Author

কালেরতরী

২৩ অক্টোবর , ২০২১ ( শনিবার ) ১৩:১২

দেশের সাম্প্রদায়িক সহিংসতা রোধ  দোষীদের বিচারের দাবিতে ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ, অনশন বিক্ষোভ মিছিল অব্যাহত আছে। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীসহ মানিকগঞ্জ, ঝালকাঠি, বাগেরহাট, চট্টগ্রাম, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড়, দিনাজপুর, নোয়াখালী, জামালপুরে গণঅবস্থান, অনশনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সারা দেশেসুজন’-এর উদ্যোগে দ্য হাঙ্গার প্রজেক্ট, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্কসহ সমমনা সংগঠনগুলোকে নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকার মানববন্ধনটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের সামনে। সমমনা সংগঠনের মধ্যে গণস্বাক্ষরতা অভিযান, মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, এবং রিসার্চ অ্যান্ড এমপাওয়ারমেন্ট অরগানাইজেশন এই মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধনে সুজনের সহসভাপতি মানবাধিকারকর্মী . হামিদা হোসেন, সুজন সম্পাপদক . বদিউল আলম মজুমদার, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি রাশেদা আক্তার শেলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের ঘরে আগুন লেগেছে, আমরা কেউই নিরাপদ নই। এটা আমাদের জন্য জেগে ওঠার ঘণ্টাধ্বনি। দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি, দোষারোপের সংস্কৃতির কারণে অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলেই এমন ঘটনা বারবার ঘটছে।


 সাম্প্রতিক হামলাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমাদের তরুণরা অনেক ক্ষেত্রে সামনের কাতারে ছিল, এটি আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক একটি বিষয়। হামিদা হোসেন বলেন, ‘প্রশাসন পুলিশ ঠিক মতো কাজ করছে না। এখন নাগরিকদের বিভিন্ন সক্রিয় কর্মসূচি নিতে হবে। বিভিন্ন নাগরিক সংগঠনকে একজোট হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, তথ্য প্রমাণ সংগ্রহ ইত্যাদি কাজ করতে হবে।’ ‘সাম্প্রদায়িক হামলাকারী তাদের পেছনে থাকা চক্রান্তকারীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ট্রাইব্যুনাল গঠনসহ আট দফা দাবি জানিয়ে রাজধানীর শাহবাগেগণঅনশন গণঅবস্থানকর্মসূচি শেষ করেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে মানবাধিকার কর্মী খুশি কবির পানি পান করিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙান। পরে আয়োজকরা বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ মোড় ছেড়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে পদযাত্রা করেন। তাদের সঙ্গে যুক্ত হন অবরোধকারীরাও। কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় সারা দেশের সাম্প্রদায়িক বিশৃঙ্খলায় ক্ষতিগ্রস্ত মন্দির, বাড়ি-ঘর পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।  শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায় সংগঠনটির উদ্যোগে আয়োজিত গণঅনশন বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব দাবি জানান।

আর্কাইভ