স্বাধীনতা । হোসনেয়ারা বেগম

Author

কালেরতরী

১৪ ডিসেম্বর , ২০২১ ( মঙ্গলবার ) ১১:৩৫

স্বাধীনতা

                -হোসনেয়ারা বেগম

 

স্বাধীনতা তুমি

বাংলা মায়ের দামাল ছেলের দল,

স্বাধীনতা তুমি

 শত-সহস্র অবলা মায়ের সম্ভ্রম হারানোর ফল।

স্বাধীনতা তুমি

পদ্মা পাড়ের সেই সাহসী মাঝি

নৌকা চলায় যে জীবন রেখে বাজি

স্বাধীনতা তুমি

ঘর্মক্লান্ত কৃষকের শুকনো হাসি মুখ,

স্বাধীনতা তুমি

শ্রমিকের পরিশ্রান্ত মুখে তুলে দাও সুখ।

স্বাধীনতা তুমি

কৃষাণীর নবান্নের উৎসবের খুশী,

স্বাধীনতা তুমি

রাখালের মুখের সুরেলা বাশিঁ।

স্বাধীনতা তুমি

নব বধুর হাতের সোনার কাঁকন,

স্বাধীনতা তুমি

বট বৃক্ষের ছায়ায় স্বপ্নময়

কৃষক ছেলের হাতের মাউথ অর্গান।

স্বাধীনতা তুমি

জেলে পাড়ার সেই  সাহসী যুবক দক্ষিণা মেঘে

সাগরের উত্তাল ঢেউ ভেঙে যে চলে যায়

মধ্য সাগরে উদ্দাম বেগে।

স্বাধীনতা তুমি

সোনালী ফসলের মাঠ,

স্বাধীনতা তুমি

শিক্ষকের বিদ্যা দানের পাঠ।

স্বাধীনতা তুমি

ভার্সিটির মধুর কেন্টিনে ভাষণ

দেয়া  উদ্যমী তরুণ,

স্বাধীনতা তুমি

হীদ মিনারে বা স্টেডিয়ামে

মাইক্রোফোন হাতে জ্বালাময়ী ভাষণে সংকলন।

স্বাধীনতা তুমি

তাতী পাড়ার নিতাইয়ের নব বধুর নথ,

স্বাধীনতা তুমি 

স্বপ্নে পাওয়া কোনো অলৌকিক বস্তু নয়,

ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা পথ।

আর্কাইভ