হরিজন

Author

কালেরতরী

২১ নভেম্বর , ২০২১ ( রবিবার ) ১১:১৯

হরিজন

                          -হোসনেয়ারা বেগম

 

আমরা হরিজন

ভদ্রলোকের ভাষায় সুইপার,

ময়লা আর্বজনা যা আছে করি সাফ

তোমারা মোদের কেন ঘৃণা কর বাপ,

ভাবো কি এটা আমাদের পাপ?

 

আমরা হরিজন

তোমারা মোদের  ঘৃণা কর অবজ্ঞায়

দুরে রাখ যেথায় ,

নিজেদের তখন মানুষ

ভাবতে লাগে বড় সংশয়।

আমরা ময়লা ঘাঁটি ময়লা করি পরিস্কার

মোরা না থাকলে কি উপায় হতো

 ভাবো তো একবার।

 

আমরা হরিজন

আমাদেরও দুংখ হয় কষ্ট হয় বাপ,

যখন দেখি কোন দোকানে চা খেতে গেলে

আলাদা করো কাপ।

তোমারা যখন ময়লা  করো তখন

থাকে না কোন বিকার,

আমরা তা সাফ করে দিয়ে

করি তোমাদের উপকার।

 

আমরা হরিজন

মানছি আমরা গরীব ছোট জাত,

জাত পাতের বিচার কে করিবে মাপ?

একদিন  আমরা যদি না করি ছাফ

 তোমরা শুধু ছিটকাও নাক।

তোমারা বলো আমরা  নেশা করি

ভাঁঙ খেয়ে হই বেহুশ

ভাবো না কেন আমরাও মানুষ।

আর্কাইভ