১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
বিজয়ের মাস ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদ’। আজ বুধবার রাজধানীর তোপখানার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পরিষদের বক্তারা বলেন, ‘যাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে বাংলাদেশের জন্ম, তাদের বিশেষভাবে স্মরণ করতে ও শ্রদ্ধা জানাতে একটি দিবস থাকা দরকার। তা হলো ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা। এ দাবি বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রায় দুই দশকের দাবি পূরণ হবে।’
এসময় বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান (মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাবক) মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কবি মো. আনোয়ার হোসেন (চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের জাতীয় বিজয় মঞ্চ), বীর মুক্তিযোদ্ধা এস এম ফরিদ উদ্দিন মিয়াজি (সদস্য সচিব, মুক্তিযুদ্ধের জাতীয় বিজয় মঞ্চ), গণ আজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান, মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদের কো চেয়ারম্যান লায়ন ডা. কবি আফরোজা বেগম হ্যাপী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরওয়ার ওয়াদুদ চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শেখ ওয়াশিমুজ্জামান, মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আলহাজ্ব গোলাম কাদের, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস এর চেয়ারম্যান শেখ শহিদুজ্জামান, চেয়ারম্যান কেএসপি ও সাংবাদিক লায়ন সালাম মাহমুদ, আমরা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সংঠনের সভাপতি কে এম মুজিবুর রহমান মজনু, জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি রেহানা আক্তার বেনু, বাংলাদেশ কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মো. ইদ্রিস। এছাড়াও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রণাঙ্গনের অনেক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের গর্বিত সন্তানেরা।