খুলছে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান

Author

কালেরতরী

১৫ নভেম্বর , ২০২১ ( সোমবার ) ১১:৪৯

আগামীকাল মঙ্গলবার থেকে খুলছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাওয়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । ২০ মাস পর কাল থেকে করোনা বিধিনিষেধ মেনে খুলছে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান। গত কয়েক দিন থেকে রাজ্যে করোনার প্রকোপ অনেকটা কমে আসায় রাজ্য সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার বুলেটিনে গতকাল রোববার রাতে বলা হয়েছে, এই রাজ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮৭৫ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। এই নিয়ে এই রাজ্যে করোনায় মৃত্যু হলো ১৯ হাজার ৩২৪ জনের। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ১৯৩ জনের।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী হওয়ায় কলকাতাসহ রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামীকাল অষ্টম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ক্লাস শুরু হবে। গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, নিচু শ্রেণির ক্লাসও শিগগির খুলে দেওয়া হবে।

আর্কাইভ