SSC ও HSC পরীক্ষার তারিখ ঘোষণা

Author

কালেরতরী

২৮ সেপ্টেম্বর , ২০২১ ( মঙ্গলবার ) ০৪:৪০

২০২১ সালের SSC ও HSC পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। দীর্ঘ দিন করোনার কারণে আটকে ছিল এই পরীক্ষা। ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১৪ নভেম্বর SSC এবং ২ ডিসেম্বর HSC পরীক্ষা শুরু হবে। প্রকাশিত সূচি অনুসারে SSC বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে ১১. ৩০ পর্যন্ত। মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষা শুরু হবে ১৫ নভেম্বর । মাত্র ৩টি বিষয়ের এ পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। এছাড়া HSC বিজ্ঞান শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান দিয়ে পরীক্ষা শুরু হবে ২ ডিসেম্বর। ৫ ডিসেম্বর শুরু হবে মানবিক ও বাণিজ্য শাখার পরীক্ষা এবং ৩০ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। এর আগে ২৩ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আর্কাইভ