নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ নেতা বহিষ্কার

Author

জুনাইদ আহমেদ

১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৭:৩২

লনার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় থানা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান লিংকনকে  সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ প্রেরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। সভায় খুলনা-২ আসনের এমপি সেখ সালাহ উদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।

এমপি সেখ সালাহ উদ্দিন জুয়েল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যারা অমান্য করেছে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। সংগঠনে কোনো অবাধ্য উচ্ছৃঙ্খলদের রাখা যাবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দলকে পরিশুদ্ধ করতে হবে।’

সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বেগ লিয়াকত আলী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, খন্দকার মজিবর রহমান, মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, শেখ আনিছুর রহমান, মেমরী সুফিয়া রহমান শুনু, মোর্শেদ আহমেদ মনি প্রমুখ।

আর্কাইভ