গৌরীপুরে শুভ্র হত্যা: পৌর মেয়রের ২ ভাইসহ তিনজন কারাগারে

Author

আরাফাত

১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৮:৩২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় পৌর মেয়রের দুই ভাইসহ তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের বিচারক মাহবুবা আক্তার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, তার ছোট ভাই সৈয়দ মাজহারুল ইসলাম এবং শরীয়ত উল্লাহ সুমন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাজাহান কবীর সাজু ও কামরুল ইসলাম কিরণ। ২০২০ সালের ১৭ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র। পরে তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ৫ মার্চ ১৯ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিদের মধ্যে উচ্চ আদালতের জামিনে আছেন আটজন। বতর্মানে কারাগারে আছেন সাতজন। এক আসামি এখনও পলাতক

আর্কাইভ