তিস্তায় জেলের জালে সাড়ে ৩ মণ ওজনের শুশুক

Author

জুনাইদ আহমেদ

১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৮:৪২

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে তিন মণ ওজনের একটি শুশুক। মঙ্গলবার ভোরে টেপামধুপুর ইউনিয়নের চর গনাই গ্রামের জেলেরা তিস্তায় মাছ ধরতে জাল ফেললে আটকা পড়ে শুশুকটি। তবে ডাঙায় তোলার পর এটি মারা যায়।

কাউনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানান, শুশুকটি দেখতে পেয়ে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীর সহযোগিতায় এটিকে নদী থেকে ডাঙায় তোলা হয়। পরে দড়ি দিয়ে শুশুকটির মুখ বেঁধে গ্রামে আনা হলে বহু মানুষ দেখতে ভিড় করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন অনেক আগেই সেটি মারা গেছে। দুপুরে এটিকে মাটি চাপা দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস বলেন, আগে তিস্তায় শুশুক পাওয়া যেত। সারাবছর নদীতে পানি না থাকায় এটি বিলুপ্তপ্রায় হয়ে পড়েছে। তিস্তায় শুশুক পাওয়া একটি ভালো খবর। নদীতে পানি থাকলে এ প্রাণির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব।


আর্কাইভ