রুয়েটে কেটে ফেলা হচ্ছে অর্ধশতাব্দী প্রাচীন ৫০ গাছ
জুনাইদ আহমেদ
১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৮:৪৮হুতল ভবন নির্মাণ করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কেটে ফেলা হচ্ছে অর্ধশতাব্দী প্রাচীন ৫০টি গাছ।
ইতোমধ্যে ১৫টি গাছ কেটে ফেলা হয়েছে। বাকি ৩৫টি গাছও কেটে ফেলার তোড়জোড় চলছে।
রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে,৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ১০টি বহুতল ভবন নির্মাণ করতে এই গাছ কাটা হয়েছে।
তবে পরিবেশবিদরা বলছেন, প্রাচীন গাছগুলোকে বাঁচিয়ে রেখেও উন্নয়ন সম্ভব। গাছগুলো কাটা ঠিক হয়নি। অবিলম্বে গাছ কাটা বন্ধ করতে হবে। গাছ অক্সিজেন দিয়ে মানুষের জীবন বাঁচায়। গাছ পাখির আবাস।
বৃহস্পতিবার সকালে গাছ কাটার খবরে গণমাধ্যম কর্মীরা রুয়েটে যান।
সেখানে গাছ কিনতে আসা ইউসুফ আলী জানান, তিনি শুধু গাছের ডালপালা কিনেছেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি শ্রমিকদের নিয়ে সটকে পড়েন।