২১১ রানের লক্ষ্য পেল যুবা টাইগাররা

Author

জুনাইদ আহমেদ

১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৯:১২

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ যুব ওয়ানডেতে আফগানদের মুখোমুখি বাংলাদেশ। শুরুতে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২১১ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয় আফগানদের, ওপেনিং জুটিতে আসে ৩৪ রান। এরপর দ্রুত আউট হন ওপেনার বিলাল সায়েদি ও ওয়ান ডাউন ব্যাটসম্যান আল্লাহ নূর। আরেক ওপেনার সুলিমান আরবজাইকে নিয়ে বিপর্যয় সামাল দিতে থাকেন মিডল অর্ডার ব্যাটসম্যান বিলাল সায়েদি।

দলীয় ৮৫ রানে সুলিমান ফিরে গেলেও টিকে থাকেন বিলাল। মোহাম্মদ নাজিবুল্লাহর সাথে গড়েন ৫৩ রানের জুটি। ৮৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বিলাল। এরপর বাংলাদেশের বোলাররা দাঁড়াতে দেননি কাউকেই। ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২১০ রানে শেষ হয় আফগান যুবাদের ইনিংস।

বাংলাদেশ যুবাদের পক্ষে পেসার মহিউদ্দিন তারেক দুটি এবং মুশফিক হাসান, এসএম মেহরব, আইচ মোল্লা, নাইমুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট শিকার করেছেন।

আর্কাইভ