নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করল নিউজিল্যান্ড
জুনাইদ আহমেদ
১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৯:১৮নিরাপত্তার কারণে প্রথম ওয়ানডের দিন পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। এককভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, সরকারের পক্ষ থেকে পাকিস্তান নিয়ে নিরাপত্তাজনিত যে হুমকির খবর তাদের কাছে আছে, এরপর এ সফর চালিয়ে যাওয়া সম্ভব নয়।
আজ রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর লাহোরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। রাওয়ালপিন্ডির এ ম্যাচে থাকার কথা ছিল দর্শকেরও। তবে নির্ধারিত সময়ে টস হয়নি, মাঠেও আসেননি খেলোয়াড়েরা। এরপরই দুই বোর্ড জানিয়েছে, শুধু আজকের ম্যাচ নয়, সফরই বাতিল করেছে নিউজিল্যান্ড। ১৮ বছর পর এই প্রথমবার পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড।
পিসিবি বলছে, সিদ্ধান্তটা এককভাবেই নিয়েছে সফরকারীরা, ‘আজ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের নিরাপত্তার কারণে সতর্ক করা হয়েছে এবং তারা এককভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
নিরাপত্তাজনিত কোনো হুমকি তাদের কাছে নেই, এমন দাবিও করেছে পিসিবি, ‘পিসিবি ও পাকিস্তান সরকার প্রতিটা সফরকারী দলের জন্যই পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকেও আমরা একই নিশ্চয়তা দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁকে বলেছেন, আমাদের বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আছে। সফরকারী দলের ওপর কোনো হুমকি নেই।’