বিশ্বকা‌পের আ‌গে ৭ ক্রিকেটার ওমরায়

Author

আরাফাত

১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৯:২০

‘খ্যাতির বিড়ম্বনা’ কথাটা এর আগে তাঁরা শুধু শুনেইছিলেন। শরীফুল ইসলাম, শামীম হোসেনদের সেই খ্যাতির বিড়ম্বনার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর। কেউ বাধ্য হয়ে নতুন মোবাইল নম্বর নেন। কেউ সংবাদমাধ্যমকে এড়িয়ে চলা শুরু করেন নানা অজুহাতে। মাঝেমধ্যে বাড়ি যাওয়া যে বিশ্রামের আশায়, সেটিই–বা হতো কই!

যুব দল পেরিয়ে এখন তো তাঁরা জাতীয় দলেরই ক্রিকেটার। বেড়েছে খ্যাতি, তাঁদের প্রতি মানুষের আগ্রহও। সঙ্গে খেলার ব্যস্ততা তো আছেই। চাইলেই যে যখন–তখন যেখানে–সেখানে চলে যাবেন, সে উপায় নেই। একই অবস্থা টানা খেলার মধ্যে থাকা অন্য ক্রিকেটারদেরও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফাঁকা সময়টা তাই নিজেদের মতো করে কাটানোর ব্যবস্থা করেছেন সবাই।

জাতীয় দলের ছয়জনসহ মোট সাত ক্রিকেটার আজ সৌদি আরব যাচ্ছেন ওমরাহ হজ পালন করতে। তাঁদের মধ্যে বিশ্বকাপ দলে ডাক পাওয়া তাসকিন আহমেদ, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়াও আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হোসেন। সঙ্গে যাচ্ছেন তাসকিনের বাবাও। ওমরাহ শেষে ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা তাঁদের।

আর্কাইভ