কয়েকমাস ধরে বেতন পাচ্ছেন না তালেবান যোদ্ধারা

Author

আরাফাত

১৬ সেপ্টেম্বর , ২০২১ ( বৃহস্পতিবার ) ১৩:৪৭

দীর্ঘ দুই দশক পর আফগানিস্তানের শাসনক্ষমতায় ফিরছে তালেবান। কিন্তু দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর থেকেই তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে রক্ষণশীল সংগঠনটি। তালেবানের অর্থনীতি অনেকাংশেই বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল। কিন্তু তালেবান ক্ষমতা দখলের পর ইসলামী আমিরাতকে স্বীকৃতি না দেওয়ায় সেসব সাহায্যের অধিকাংশই বন্ধ রয়েছে। এদিকে তীব্র অর্থনৈতিক সংকটের কারণে তালেবান যোদ্ধারা গত কয়েকমাস বেতন পাননি বলে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

আর্কাইভ