আবারও অসুস্থ হয়ে হাসপাতালে জালাল আহমেদ চৌধুরী

Author

আরাফাত

১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৯:২৩

কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্রিকেট কোচ ও সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু গতরাতে তাঁকে আবারও ভর্তি করতে হয়েছে রাজধানীর আনোয়ার খান মর্ডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার হঠাৎ করেই জালাল আহমেদ চৌধুরীর শরীর ফুলে ওঠে। দ্রুতই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সারা শরীর ফুলে যাওয়ায়, চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখেই চিকিৎসা দিচ্ছেন। গত রাতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। অক্সিজেনের মাত্রায় ছিল ৯০ শতাংশের ওপরে।

গত ১ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে প্রথমবার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। তাঁর আগে বেশ কিছু দিন ধরেই তাঁর কাশি ছিল। সেখানে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাড়ি ফেরেন।

জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। সত্তর ও আশির দশকে তিনি ক্রিকেট খেলেছেন। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তাঁর হাতে তৈরি। তিনি এক সময় সাংবাদিকতাও করেছেন। দেশের অন্যতম সেরা ক্রিকেট-লেখক তিনি।

ঢাকার আজিমপুরের একটি ফ্ল্যাটে একাই বাস করেন জালাল আহমেদ চৌধুরী। তাঁর স্ত্রী মারা গেছেন, সন্তানেরা প্রবাসী। ক্রিকেট দেখে, লেখালেখি করেই কাটে তাঁর দিন। ফেসবুকেও দারুণ সক্রিয় সর্বজনশ্রদ্ধেয় এ ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক।

আর্কাইভ