মেট গালার চার ‘জেন জি’

Author

জুনাইদ আহমেদ

১৭ সেপ্টেম্বর , ২০২১ ( শুক্রবার ) ০৯:৫৮

অনেকে বলেন, ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় রাত নাকি মেট গালা। এই আয়োজন নাকি ফ্যাশনিস্তাদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে। এখানে বিশ্বের সেরা ফ্যাশন আইকনরা দাওয়াত পান। আর তাঁরা ‘যা খুশি তা–ই’ পরেন। বিশ্বজোড়া ফ্যাশনপ্রেমীদের কাছে মেট গালা ‘যেমন খুশি তেমন সাজো’র মতো একটা আয়োজন

এবারের আয়োজনের বিশেষত্ব হচ্ছে, ফ্যাশন দুনিয়ার জেন জিরা এবার উপস্থাপনা করেছেন। জেন জি মানে যাঁদের বয়স ১০ থেকে ২৩ বছরের ভেতর। অর্থাৎ ১৯৯৭ সাল থেকে ২০১০ সালের ভেতর যাঁদের জন্ম। যে চারজন জেন জি এবারের মেট গালায় উপস্থাপনা করেন, তাঁদের একজন হলেন ব্রিটিশ সংগীততারকা বিলি আইলিশ।

বিলি আইলিশ মাত্র ১৯ বছর বয়সে মেট গালার উপস্থাপক হয়ে ইতিহাস গড়েছেন। লালগালিচায় তিনি এসেছিলেন গীতিকার বড় ভাই ফিনেস ও’কনেলের হাত ধরে। সোমবার রাতে বিলি আইলিশ যখন কার্পেটের ওপর দিয়ে হেঁটে চলেছেন, মনে হলো হলিউডে পুরোনো দিনের অস্কার অনুষ্ঠানে ক্ল্যাসিক ‘ওল্ড স্কুল গাউন’ পরে হেঁটে চলেছেন মেরিলিন মনরো। ড্রামাটিক এই গাউন ডমিনিকান ডিজাইনার অস্কার ডে লা রেন্টার ডিজাইন করা।

পুরোপুরি সাদায় দেখা দিয়েছেন টিমোথি চালমেট। তিনিও মেট গালার ‘কো-চেয়ার্স’। সবাই যখন জবরদস্ত জামাকাপড় পরে চোখ ধাঁধিয়েছেন, টিমোথি তখন সিম্পল সাদামাটা পোশাকে মেট গালার লালগালিচায় পা রেখে সবাইকে অবাক করে দিয়েছেন।

মেট গালার মতো আয়োজনেও যে টিমোথি নিজের ব্যক্তিগত ডিজাইনার হায়দার একারম্যানের ড্রেস পরে আসবেন, কেউ ভাবেনি। কালো ল্যাপেলের সাদা স্টেইন টাক্সেডোতে দেখা দিয়েছেন তিনি। সঙ্গে ছিল একই কাপড়ের নিচের দিকে চাপানো আর কুঁচি দেওয়া প্যান্ট আর পায়ে কনভার্স শু।

২৩ বছর বয়সী মার্কিন কবি আমান্ডা গোরম্যানও এবার হয়েছেন মেট গালার সঞ্চালক। তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেছিলেন। সেই থেকে ক্যামেরা তাক করা থাকে তাঁর দিকে।

আর্কাইভ