উপদেষ্টা নাছির উদ্দীন পাটোয়ারী আমেরিকায় আওয়ামী সন্ত্রাসের শিকার

Md.Monir Hossain
২৩ সেপ্টেম্বর , ২০২৫ ( মঙ্গলবার ) ১৮:৪৬
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের জাতিসংঘ অধিবেশনে যোগদানের সফরসঙ্গী উপদেষ্টা নাছির উদ্দীন পাটোয়ারী জনএফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছেন। তারা তাঁর শরীরে ডিম ভেঙ্গে ছুড়ে মারে এবং নানা অবাচ্য গালি করে। কিন্তু বিপ্লবী এনসিপি নেতা নাছির উদ্দীন পাটোয়ারী "ইনকিলাব জিন্দাবাদ " বলে এর তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন,আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী দল এমন হামলার ঘটনা ঘটিয়ে তারা আবারও তাই প্মাণ করালো। বাংলাদেশের বিএনপি, জামায়াতসহ নানা দল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছে।