শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন এক আওয়ামী কবি।

Author

kalertoribd

২৩ সেপ্টেম্বর , ২০২৫ ( মঙ্গলবার ) ১৯:০৪

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন আওয়ামী লীগের মদদপুষ্ট কবি রেজাউল ইসলাম স্টালিন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তিনি তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে আওয়ামী সরকারের সুবিধা নিয়েছেন বলে বিভিন্ন অভিযোগ উঠেছে। এছাড়া জাতীয় শিক্ষা -সংস্কৃতিতে তাঁর তেমন কোন ভূমিকা নেই বলেও অনেক বোদ্ধাজন মনে করেন। কেউ কেউ কেউ বলছেন, তাঁর এ নিয়োগে হয়েছে বিরাট তদবির বানিজ্য।

আর্কাইভ